নাগরিকত্ব ইস্যুতে Sonia Gandhi-র বিরুদ্ধে মামলা খারিজ আদালতের!
- আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 142
মোক্তার হোসেন মন্ডল: প্রাক্তন কংগ্রেস সভা নেত্রী Sonia Gandhi-র বিরুদ্ধে নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার হওয়ার অভিযোগে এফআইআর দায়েরের আবেদন খারিজ করেছে দিল্লির একটি আদালত। আবেদনকারী বিকাশ ত্রিপাঠীর দাবি ছিল, ১৯৮০ সালের নয়াদিল্লি কেন্দ্রের ভোটার তালিকায় সনিয়ার নাম ছিল, অথচ তিনি ভারতীয় নাগরিকত্ব পান ১৯৮৩ সালে। তাঁর আইনজীবী অভিযোগ করেন, এটি নির্বাচন কমিশনের সঙ্গে জালিয়াতির শামিল।
আদালতে জানানো হয়, ১৯৮২ সালে সনিয়ার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, পরে নাগরিকত্ব অর্জনের পর পুনরায় নাম ওঠে। ত্রিপাঠী ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার অধীনে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। তবে আদালত রায় দেয়, Sonia Gandhi-র বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা যাবে না।
















































