০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জেরুসালেমের খ্রিস্টান গোরস্থানে হামলার ঘটনায় গ্রেফতার ২ ইহুদি

ইমামা খাতুন
  • আপডেট : ৮ জানুয়ারী ২০২৩, রবিবার
  • / 99

পুবের কলম ওয়েব ডেস্কঃ জেরুসালেমের এক খ্রিস্টান গোরস্থানে হামলার দায়ে দুই কিশোরকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ। পুলিশ সূত্রে খবর, হামলাকারী ওই দুই কিশোর মধ্য ইসরাইলের বাসিন্দা ও তাদের বয়স যথাক্রমে ১৪ ও ১৮। ইসরাইলি পুলিশ জানায়, জেরুসালেমের ঐতিহাসিক ‘প্রোটেস্টান্ট মাউন্ট জায়ন সিমেট্রি’তে ‘ইচ্ছাকৃত ভাবে ভাঙচুর’ চালানো হয়েছে এবং এতে সিমেট্রির প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

 

আরও পড়ুন: জেরুসালেম পুনরুদ্ধারের ৮৩৮তম বার্ষিকী পালন এরদোগানের

খ্রিস্টান গোরস্থানে এমন হামলার নিন্দা জানিয়েছে ইসরাইলের অ্যাংলিকান চার্চ, ইহুদি নেতাগণ ও ব্রিটেনের ধর্মীয় নেতারা। জানা যায়, রবিবার প্রোটেস্টান্ট সিমেট্রির ৩০টিরও বেশি কবর ধ্বংস করে দেয় হামলাকারীরা। খ্রিস্ট ধর্মের প্রতীক ক্রসগুলিকে আছাড় মেরে ভেঙে ফেলা হয়েছে ও প্রত্যেক সমাধির মাথায় থাকায় ফলকগুলি উপড়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে খ্রিস্টান গোরস্থানে এই হামলার জন্য উগ্রপন্থী ইহুদিদের দায়ী করা হয়েছে।

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’

 

আরও পড়ুন: ডায়মন্ডহারবারে গ্রেফতার ভুয়ো ৫ সরকারি আধিকারিক

ইসরাইলের অ্যাংলিকান চার্চের আর্চবিশপ হোসাম নাউম বলেন, ‘লক্ষ্য করছি যে, ঘৃণা প্রচার এবং ঘৃণামূলক অপরাধ বাড়ছে।’ জেরুসালেমের অ্যাংলিকান চার্চের দ্বিতীয় বিশপ স্যামুয়েল গোবাতের ভাঙাচোরা কবরের পাশে দাঁড়িয়ে আর্চবিশপ হোসাম নাউম বলেন, সাম্প্রতিক সময়ে খ্রিস্টানদের পবিত্র স্থানগুলিতে হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর্চবিশপের কথায়, ‘আমরা এখন এমন জায়গায় নেই যেখানে মানুষ একে অপরকে সহ্য বা গ্রহণ করতে পারে।

 

আমরা জেরুসালেম শহরের এমন বিচ্ছিন্নতা দেখে দু:খিত।’ এদিকে, জেরুসালেমের গোরস্থানে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন চার্চ অফ ইংল্যান্ডের শীর্ষ যাজক। ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি গোরস্থানে হামলা ও ভাঙচুরের ঘটনাকে ‘ধর্ম-বিরোধী কাজ’ উল্লেখ করে অপরাধীদের বিচারের আওতায় আনার আশা ব্যক্ত করেন। বলেন, ‘আমরা পবিত্র ভূমিতে শান্তির জন্য প্রার্থনা চালিয়ে যাচ্ছি।

 

আমি আর্চবিশপ হোসাম নাউম এবং জেরুসালেমের অন্যান্য গির্জার নেতাদের সঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য সম্মান, সুরক্ষা, সমতা এবং ন্যায়বিচারের আহ্বান জানাই।’ এদিকে এক ট্যুইটে জেরুসালেমে অবস্থিত ব্রিটিশ দূতাবাস জানায়, ‘প্রাচীন শহরে খ্রিস্টানদের সম্পত্তিতে চালানো সর্বশেষ হামলা এটি। ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত হামলার অপরাধীদের জবাবদিহির আওতায় আনা হবে।’

 

ইসরাইলি পুলিশ জানায়, খ্রিস্টান সিমেট্রিতে হামলার ঘটনা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে। ফুটেজে দেখা যায়, দুই তরুণ একটি ক্রস আকারের সমাধিফলককে ঠেলছে এবং অন্য সমাধিফলকগুলিকে ভেঙে ফেলছে। ওই দুই তরুণ ইসরাইলি কিপ্পাহ (বিশেষ টুপি) ও ইসরাইলিদের ঐতিহ্যবাহী পোশাক পরেছিল। এ থেকেই ওই দুই কিশোরের ইহুদি পরিচয় জানা গিয়েছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জেরুসালেমের খ্রিস্টান গোরস্থানে হামলার ঘটনায় গ্রেফতার ২ ইহুদি

আপডেট : ৮ জানুয়ারী ২০২৩, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ জেরুসালেমের এক খ্রিস্টান গোরস্থানে হামলার দায়ে দুই কিশোরকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ। পুলিশ সূত্রে খবর, হামলাকারী ওই দুই কিশোর মধ্য ইসরাইলের বাসিন্দা ও তাদের বয়স যথাক্রমে ১৪ ও ১৮। ইসরাইলি পুলিশ জানায়, জেরুসালেমের ঐতিহাসিক ‘প্রোটেস্টান্ট মাউন্ট জায়ন সিমেট্রি’তে ‘ইচ্ছাকৃত ভাবে ভাঙচুর’ চালানো হয়েছে এবং এতে সিমেট্রির প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

 

আরও পড়ুন: জেরুসালেম পুনরুদ্ধারের ৮৩৮তম বার্ষিকী পালন এরদোগানের

খ্রিস্টান গোরস্থানে এমন হামলার নিন্দা জানিয়েছে ইসরাইলের অ্যাংলিকান চার্চ, ইহুদি নেতাগণ ও ব্রিটেনের ধর্মীয় নেতারা। জানা যায়, রবিবার প্রোটেস্টান্ট সিমেট্রির ৩০টিরও বেশি কবর ধ্বংস করে দেয় হামলাকারীরা। খ্রিস্ট ধর্মের প্রতীক ক্রসগুলিকে আছাড় মেরে ভেঙে ফেলা হয়েছে ও প্রত্যেক সমাধির মাথায় থাকায় ফলকগুলি উপড়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে খ্রিস্টান গোরস্থানে এই হামলার জন্য উগ্রপন্থী ইহুদিদের দায়ী করা হয়েছে।

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’

 

আরও পড়ুন: ডায়মন্ডহারবারে গ্রেফতার ভুয়ো ৫ সরকারি আধিকারিক

ইসরাইলের অ্যাংলিকান চার্চের আর্চবিশপ হোসাম নাউম বলেন, ‘লক্ষ্য করছি যে, ঘৃণা প্রচার এবং ঘৃণামূলক অপরাধ বাড়ছে।’ জেরুসালেমের অ্যাংলিকান চার্চের দ্বিতীয় বিশপ স্যামুয়েল গোবাতের ভাঙাচোরা কবরের পাশে দাঁড়িয়ে আর্চবিশপ হোসাম নাউম বলেন, সাম্প্রতিক সময়ে খ্রিস্টানদের পবিত্র স্থানগুলিতে হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর্চবিশপের কথায়, ‘আমরা এখন এমন জায়গায় নেই যেখানে মানুষ একে অপরকে সহ্য বা গ্রহণ করতে পারে।

 

আমরা জেরুসালেম শহরের এমন বিচ্ছিন্নতা দেখে দু:খিত।’ এদিকে, জেরুসালেমের গোরস্থানে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন চার্চ অফ ইংল্যান্ডের শীর্ষ যাজক। ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি গোরস্থানে হামলা ও ভাঙচুরের ঘটনাকে ‘ধর্ম-বিরোধী কাজ’ উল্লেখ করে অপরাধীদের বিচারের আওতায় আনার আশা ব্যক্ত করেন। বলেন, ‘আমরা পবিত্র ভূমিতে শান্তির জন্য প্রার্থনা চালিয়ে যাচ্ছি।

 

আমি আর্চবিশপ হোসাম নাউম এবং জেরুসালেমের অন্যান্য গির্জার নেতাদের সঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য সম্মান, সুরক্ষা, সমতা এবং ন্যায়বিচারের আহ্বান জানাই।’ এদিকে এক ট্যুইটে জেরুসালেমে অবস্থিত ব্রিটিশ দূতাবাস জানায়, ‘প্রাচীন শহরে খ্রিস্টানদের সম্পত্তিতে চালানো সর্বশেষ হামলা এটি। ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত হামলার অপরাধীদের জবাবদিহির আওতায় আনা হবে।’

 

ইসরাইলি পুলিশ জানায়, খ্রিস্টান সিমেট্রিতে হামলার ঘটনা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে। ফুটেজে দেখা যায়, দুই তরুণ একটি ক্রস আকারের সমাধিফলককে ঠেলছে এবং অন্য সমাধিফলকগুলিকে ভেঙে ফেলছে। ওই দুই তরুণ ইসরাইলি কিপ্পাহ (বিশেষ টুপি) ও ইসরাইলিদের ঐতিহ্যবাহী পোশাক পরেছিল। এ থেকেই ওই দুই কিশোরের ইহুদি পরিচয় জানা গিয়েছে।