২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ডুয়ার্সে  তিনশতাধিক কর্মীর বিজেপি ও তৃণমূল ছেড়ে সিপিআই(এম)-এ যোগদান

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, রবিবার
  • / 132

শুভজিৎ দেবনাথ, গয়েরকাটা: চা-বলয়ের পর কৃষি বয়লয়েও তৃণমূলের ভাঙ্গন অব্যাহত। ফের তৃণমূল ও বিজেপি থেকে তিনশতাধিক কর্মীর সিপিআই (এম)-এ যোগদান। যার মধ্যে নব্বই শতাংশই মানুষই তৃণমূলের কর্মী সমর্থক বলেই দাবি সিপিআই (এম) নেতৃত্বের।

রবিবার সন্ধ্যায় ডুয়ার্সের গয়েরকাটার  সাঁকোয়াঝোরা -১ নং গ্রাম পঞ্চায়েতের বাঙ্কুবাজারে এই দলবদলের ঘটনা ঘটে। অভিষেকের জেলা সফরের মুখেই এভাবে পরপর ভাঙ্গন অস্বস্তি বাড়াচ্ছে শাসকের অন্দরে।

আরও পড়ুন: কেউ অসুস্থ হয়ে মারা গেলেও এসআইআর বোর্ড নিয়ে হাজির হচ্ছে তৃণমূল: বিএলওদের মৃত্যু নিয়ে বিজেপি নেতা

উল্লেখ্য, গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে ডুয়ার্সের চা ও বলয়ে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। এমনকি সিপিআই(এম) শূন্যতে চলে এসেছিলো। বর্তমানে রাজ্যের বিভিন্ন দুর্নীতিতে কোণঠাসা শাসকদল। সময়ের সঙ্গে সঙ্গে যেনো আস্তা হারাচ্ছে কৃষি বলয়েও। তারই প্রমাণ মিললো এদিনের এই দলবদলের ঘটনার চিত্র দেখে।

আরও পড়ুন: ‘SIR ভয় দেখানোর অস্ত্র’, পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘৃণার রাজনীতির ফল বলছে তৃণমূল

যেখানে তৃণমূলের সেকেন্ড- ইন কমান্ড বলে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রথম নিজে জেলার বিভিন্ন বুথে জনসংযোগের জন্যে সোমবার কলকাতা থেকে উত্তরবঙ্গে আসছেন। তার মুখে আরও একবার তৃণমূল থেকে সিপিআই(এম) যোগদানের ঘটনা যেনো উলোট পুরাণ। মাথা ব্যাথার কারণ ছিলো বিজেপি। এবারে গোদের উপর যেনও আরো বিষফোঁড়া হয়ে দাড়াচ্ছে সিপিআই(এম)।

আরও পড়ুন: বিজেপি সহ বিরোধী দল থেকে প্রায় ১৯০০ জন কর্মী সমর্থকের তৃনমূলে যোগদান

প্রসঙ্গত, সদ্য সাগরদিঘী’র উপ- নির্বাচনে বামেদের জোটের এক বিধায়ক নির্বাচনে জিতেছেন। তারপর থেকেই অক্সিজেন পেতে শুরু করেছে বামেরা। পঞ্চায়েত নির্বাচনের আগে ডুয়ার্সে শক্তি বৃদ্ধি পাচ্ছে সিপিআই (এম) এমনটাই অভিমত রাজনৈতিক মহলে।

উপস্থিত ছিলেন, সিপিআই(এম) রাজ্য নেতা জিয়াউল আলম, ধূপগুড়ি জোনাল কমিটির সম্পাদক মুকেলেশ রায়, সরকার, এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার, আর এসপি নেতা রাজা জাশ্বায়াল  এবং গয়েরকাটার সিপিআই (এম ) নেতা বিরাজ সরকার সহ অন্যান্য বাম নেতৃত্বরা।

বিজেপি ছেড়ে সিপিআই(এম) এ যোগদানকারী রাকেশ আলীর বক্তব্য, ২০১৪ সালে আমরা বিজেপিতে যোগদান করি। তরপর থেকেই দেখে আসছি বিজেপি জাতিগত বিদ্বেষ নিয়েই বেশি চর্চা করে এবং ভেদাভেদের রাজনীতি করে।তৃনমূল ও বিজেপির মধ্যে কোনও পার্থক্য নেই তাই আমরা আবার পুরোনো দলেই যোগদান করলাম।

 

তৃণমূল ছেড়ে সিপিআই (এম) যোগদানকারী মোহাম্মদ রাকেশের কথায়, তৃণমূলের যেভাবে দুর্নীতি স্বজন-পোষণ। গরীব মানুষদের সঠিক ভাবে ঘর দেওয়া হয়নি দুর্নীতি হয়েছে।সেই কারণে আমরা আবার সিপিআই(এম) এ যোগদান করলাম।

সিপিআই (এম) নেতা জিয়াউল রহমান বলেন,তৃণমূলের সন্ত্রাসের কাছে দুর্নীতির কাছে বিরক্ত হয়ে তৃণমূল ও বিজেপি থেকে আজকে তিনশতাধিক কর্মী সিপিআই (এম) যোগদান করেন। গ্রামেগঞ্জে সিপিআই(এম) শক্তিশালী হচ্ছে।পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ধরাশায়ী হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডুয়ার্সে  তিনশতাধিক কর্মীর বিজেপি ও তৃণমূল ছেড়ে সিপিআই(এম)-এ যোগদান

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, রবিবার

শুভজিৎ দেবনাথ, গয়েরকাটা: চা-বলয়ের পর কৃষি বয়লয়েও তৃণমূলের ভাঙ্গন অব্যাহত। ফের তৃণমূল ও বিজেপি থেকে তিনশতাধিক কর্মীর সিপিআই (এম)-এ যোগদান। যার মধ্যে নব্বই শতাংশই মানুষই তৃণমূলের কর্মী সমর্থক বলেই দাবি সিপিআই (এম) নেতৃত্বের।

রবিবার সন্ধ্যায় ডুয়ার্সের গয়েরকাটার  সাঁকোয়াঝোরা -১ নং গ্রাম পঞ্চায়েতের বাঙ্কুবাজারে এই দলবদলের ঘটনা ঘটে। অভিষেকের জেলা সফরের মুখেই এভাবে পরপর ভাঙ্গন অস্বস্তি বাড়াচ্ছে শাসকের অন্দরে।

আরও পড়ুন: কেউ অসুস্থ হয়ে মারা গেলেও এসআইআর বোর্ড নিয়ে হাজির হচ্ছে তৃণমূল: বিএলওদের মৃত্যু নিয়ে বিজেপি নেতা

উল্লেখ্য, গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে ডুয়ার্সের চা ও বলয়ে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। এমনকি সিপিআই(এম) শূন্যতে চলে এসেছিলো। বর্তমানে রাজ্যের বিভিন্ন দুর্নীতিতে কোণঠাসা শাসকদল। সময়ের সঙ্গে সঙ্গে যেনো আস্তা হারাচ্ছে কৃষি বলয়েও। তারই প্রমাণ মিললো এদিনের এই দলবদলের ঘটনার চিত্র দেখে।

আরও পড়ুন: ‘SIR ভয় দেখানোর অস্ত্র’, পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘৃণার রাজনীতির ফল বলছে তৃণমূল

যেখানে তৃণমূলের সেকেন্ড- ইন কমান্ড বলে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রথম নিজে জেলার বিভিন্ন বুথে জনসংযোগের জন্যে সোমবার কলকাতা থেকে উত্তরবঙ্গে আসছেন। তার মুখে আরও একবার তৃণমূল থেকে সিপিআই(এম) যোগদানের ঘটনা যেনো উলোট পুরাণ। মাথা ব্যাথার কারণ ছিলো বিজেপি। এবারে গোদের উপর যেনও আরো বিষফোঁড়া হয়ে দাড়াচ্ছে সিপিআই(এম)।

আরও পড়ুন: বিজেপি সহ বিরোধী দল থেকে প্রায় ১৯০০ জন কর্মী সমর্থকের তৃনমূলে যোগদান

প্রসঙ্গত, সদ্য সাগরদিঘী’র উপ- নির্বাচনে বামেদের জোটের এক বিধায়ক নির্বাচনে জিতেছেন। তারপর থেকেই অক্সিজেন পেতে শুরু করেছে বামেরা। পঞ্চায়েত নির্বাচনের আগে ডুয়ার্সে শক্তি বৃদ্ধি পাচ্ছে সিপিআই (এম) এমনটাই অভিমত রাজনৈতিক মহলে।

উপস্থিত ছিলেন, সিপিআই(এম) রাজ্য নেতা জিয়াউল আলম, ধূপগুড়ি জোনাল কমিটির সম্পাদক মুকেলেশ রায়, সরকার, এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার, আর এসপি নেতা রাজা জাশ্বায়াল  এবং গয়েরকাটার সিপিআই (এম ) নেতা বিরাজ সরকার সহ অন্যান্য বাম নেতৃত্বরা।

বিজেপি ছেড়ে সিপিআই(এম) এ যোগদানকারী রাকেশ আলীর বক্তব্য, ২০১৪ সালে আমরা বিজেপিতে যোগদান করি। তরপর থেকেই দেখে আসছি বিজেপি জাতিগত বিদ্বেষ নিয়েই বেশি চর্চা করে এবং ভেদাভেদের রাজনীতি করে।তৃনমূল ও বিজেপির মধ্যে কোনও পার্থক্য নেই তাই আমরা আবার পুরোনো দলেই যোগদান করলাম।

 

তৃণমূল ছেড়ে সিপিআই (এম) যোগদানকারী মোহাম্মদ রাকেশের কথায়, তৃণমূলের যেভাবে দুর্নীতি স্বজন-পোষণ। গরীব মানুষদের সঠিক ভাবে ঘর দেওয়া হয়নি দুর্নীতি হয়েছে।সেই কারণে আমরা আবার সিপিআই(এম) এ যোগদান করলাম।

সিপিআই (এম) নেতা জিয়াউল রহমান বলেন,তৃণমূলের সন্ত্রাসের কাছে দুর্নীতির কাছে বিরক্ত হয়ে তৃণমূল ও বিজেপি থেকে আজকে তিনশতাধিক কর্মী সিপিআই (এম) যোগদান করেন। গ্রামেগঞ্জে সিপিআই(এম) শক্তিশালী হচ্ছে।পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ধরাশায়ী হবে।