০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিটেনের সাবমেরিনে নারীদের যৌন হেনস্থা!

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ অক্টোবর ২০২২, রবিবার
  • / 36

পুবের কলম ওয়েব ডেস্ক: ব্রিটিশ নৌবাহিনীর সাবমেরিন সার্ভিসে নারী কর্মীদের যৌন হেনস্থার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন রয়্যাল নেভির প্রধান অ্যাডমিরাল স্যার বেন কি। সাবমেরিনে কর্মরত কয়েকজন নারী কর্মকর্তা যৌন হয়রানির এই অভিযোগ তুলেছেন। তাঁরা বলেছেন, চাকরি করার সময় নৌবাহিনীর বিভিন্ন পদের কর্মকর্তারা তাদের নানা ভাবে যৌন নিপীড়ন করতেন। এমন ঘটনাকে ‘ঘৃণ্য’ আখ্যা দিয়ে অ্যাডমিরাল স্যার বেন বলেছেন, ‘রয়্যাল নেভিতে যৌন নিপীড়নের কোনও স্থান নেই। এ ধরনের ঘটনাকে সহ্য করা হবে না। কারও বিরুদ্ধে যৌন নিপীড়নে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ সম্প্রতি ব্রিটিশ মিডিয়ায় যৌন নিপীড়নের এই অভিযোগ প্রকাশ্যে আসে। এক নারী অভিযোগ করেছেন, পদস্থ এক কর্মকর্তা ঘুমন্ত অবস্থায় তাঁকে যৌন নিপীড়ন করেছেন। এ ছাড়া আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা তাঁর কিডনিতে ঘুষি মেরেছেন। ওই নারী আরও অভিযোগ করেন, তাঁর কেবিনে এক নেভি কর্মকর্তা নারী মডেলের নগ্ন ছবি ও টাকা রেখে গেছেন। এর মাধ্যমে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের ইঙ্গিত দিয়েছেন ওই কর্মকর্তা। এক দশকেরও বেশি সময় ধরে সাবমেরিনে নারীদের যৌন নিপীড়নের ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। ২০১১ সালে এই চাকরিতে নারীদের নিয়োগের ওপর থেকে নিষেধাজ্ঞা ওঠার পর থেকেই এমন ঘটনা ঘটে চলেছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে‌ন নৌবাহিনীর প্রাক্তন প্রধান রিয়ার অ্যাডমিরাল ক্রিস প্যারি। তিনি বলেন, ‘যৌন নিপীড়নের ঘটনা আমাদের গোটা সমাজব্যবস্থার চিত্রকে ফুটিয়ে তুলেছে।’

আরও পড়ুন: টার্গেট পূরণ হয়নি, কর্মীদের গলায় দড়ি পরিয়ে কুকুরের মতো ব্যবহার সংস্থার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্রিটেনের সাবমেরিনে নারীদের যৌন হেনস্থা!

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ব্রিটিশ নৌবাহিনীর সাবমেরিন সার্ভিসে নারী কর্মীদের যৌন হেনস্থার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন রয়্যাল নেভির প্রধান অ্যাডমিরাল স্যার বেন কি। সাবমেরিনে কর্মরত কয়েকজন নারী কর্মকর্তা যৌন হয়রানির এই অভিযোগ তুলেছেন। তাঁরা বলেছেন, চাকরি করার সময় নৌবাহিনীর বিভিন্ন পদের কর্মকর্তারা তাদের নানা ভাবে যৌন নিপীড়ন করতেন। এমন ঘটনাকে ‘ঘৃণ্য’ আখ্যা দিয়ে অ্যাডমিরাল স্যার বেন বলেছেন, ‘রয়্যাল নেভিতে যৌন নিপীড়নের কোনও স্থান নেই। এ ধরনের ঘটনাকে সহ্য করা হবে না। কারও বিরুদ্ধে যৌন নিপীড়নে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ সম্প্রতি ব্রিটিশ মিডিয়ায় যৌন নিপীড়নের এই অভিযোগ প্রকাশ্যে আসে। এক নারী অভিযোগ করেছেন, পদস্থ এক কর্মকর্তা ঘুমন্ত অবস্থায় তাঁকে যৌন নিপীড়ন করেছেন। এ ছাড়া আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা তাঁর কিডনিতে ঘুষি মেরেছেন। ওই নারী আরও অভিযোগ করেন, তাঁর কেবিনে এক নেভি কর্মকর্তা নারী মডেলের নগ্ন ছবি ও টাকা রেখে গেছেন। এর মাধ্যমে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের ইঙ্গিত দিয়েছেন ওই কর্মকর্তা। এক দশকেরও বেশি সময় ধরে সাবমেরিনে নারীদের যৌন নিপীড়নের ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। ২০১১ সালে এই চাকরিতে নারীদের নিয়োগের ওপর থেকে নিষেধাজ্ঞা ওঠার পর থেকেই এমন ঘটনা ঘটে চলেছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে‌ন নৌবাহিনীর প্রাক্তন প্রধান রিয়ার অ্যাডমিরাল ক্রিস প্যারি। তিনি বলেন, ‘যৌন নিপীড়নের ঘটনা আমাদের গোটা সমাজব্যবস্থার চিত্রকে ফুটিয়ে তুলেছে।’

আরও পড়ুন: টার্গেট পূরণ হয়নি, কর্মীদের গলায় দড়ি পরিয়ে কুকুরের মতো ব্যবহার সংস্থার