২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভয়ঙ্কর তুষারঝড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার
  • / 24

পুবের কলম, ওয়েবডেস্ক: ভয়ঙ্কর তুষারঝড়ে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। ক্রমশই পারদ নামছে হিমাঙ্কের নীচে। তাপমাত্রা নেমেছে ৪০ থেকে ৪৫ ডিগ্রি নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। তুষারঝড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮-এ। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি তুষারঝড়ে বিপর্যস্ত কানাডা। নিউইয়র্কের বাফেলো শহরে সবচেয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।  কানাডার ব্রিটিশ কলম্বিয়ার মেরিট শহরের কাছে বরফে ঢাকা রাস্তায় একটি বাস উল্টে গেলে চার জনের প্রাণহানি ঘটেছে। ১৭ লক্ষ মানুষের বিদ্যুৎবিহীন অবস্থায় থাকার সামনে এসেছে। তবে আগের চেয়ে অবস্থা সচল হয়েছে বলে জানা গিয়েছে।

যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে বহু মানুষ বড়দিনে তাদের পরিবারের কাছে পৌঁছাতে বাধাগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের, লাগাতার বিমান হামলায় বাড়ছে নিহতের সংখ্যা

কোথাও ৮ ফুট, কোথাও বা ১০ ফুট পুরু বরফের আস্তরণ জমে গিয়েছে রাস্তাঘাটে। আমেরিকার এই ভয়ঙ্কর তুষারঝড়কে বলা হচ্ছে ‘সাইক্লোন বম্ব’। রাস্তাঘাটের অবস্থা এমন যে, বিপর্যয় মোকাবিলা বাহিনীও দুর্যোগ কবলিতদের উদ্ধারে বাধা পাচ্ছে।

তুষারঝড়ের মাঝে বড়দিনে নাগরিকদের ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যতটা  সম্ভব বাড়ির ভিতরেই থাকতে বলা হয়েছে। খুব জরুরি দরকার না হলে কেউ রাস্তায় বেরোচ্ছেন না।  আমেরিকায় টানা ৫ দিন ধরে বরফের ঝড় চলেছে।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভয়ঙ্কর তুষারঝড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ভয়ঙ্কর তুষারঝড়ে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। ক্রমশই পারদ নামছে হিমাঙ্কের নীচে। তাপমাত্রা নেমেছে ৪০ থেকে ৪৫ ডিগ্রি নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। তুষারঝড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮-এ। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি তুষারঝড়ে বিপর্যস্ত কানাডা। নিউইয়র্কের বাফেলো শহরে সবচেয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।  কানাডার ব্রিটিশ কলম্বিয়ার মেরিট শহরের কাছে বরফে ঢাকা রাস্তায় একটি বাস উল্টে গেলে চার জনের প্রাণহানি ঘটেছে। ১৭ লক্ষ মানুষের বিদ্যুৎবিহীন অবস্থায় থাকার সামনে এসেছে। তবে আগের চেয়ে অবস্থা সচল হয়েছে বলে জানা গিয়েছে।

যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে বহু মানুষ বড়দিনে তাদের পরিবারের কাছে পৌঁছাতে বাধাগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের, লাগাতার বিমান হামলায় বাড়ছে নিহতের সংখ্যা

কোথাও ৮ ফুট, কোথাও বা ১০ ফুট পুরু বরফের আস্তরণ জমে গিয়েছে রাস্তাঘাটে। আমেরিকার এই ভয়ঙ্কর তুষারঝড়কে বলা হচ্ছে ‘সাইক্লোন বম্ব’। রাস্তাঘাটের অবস্থা এমন যে, বিপর্যয় মোকাবিলা বাহিনীও দুর্যোগ কবলিতদের উদ্ধারে বাধা পাচ্ছে।

তুষারঝড়ের মাঝে বড়দিনে নাগরিকদের ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যতটা  সম্ভব বাড়ির ভিতরেই থাকতে বলা হয়েছে। খুব জরুরি দরকার না হলে কেউ রাস্তায় বেরোচ্ছেন না।  আমেরিকায় টানা ৫ দিন ধরে বরফের ঝড় চলেছে।