১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে এখনই ভারতকে বয়কটের পথে হাঁটতে রাজি নয় পাকিস্তান

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 131

পুবের কলম ওয়েব ডেস্কঃ  ২০২৩ সালে আইসিসির ৫০ ওভারের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করবে ভারত। যদিও সেই প্রতিযোগিতায় ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে  তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাবর আজমরা কী ভারতে বিশ্বকাপ খেলতে আসবেন? এ নিয়ে উভয় দেশে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

 

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রমিজ রাজা জানিয়েছিলেন, পাকিস্তানে আয়োজিত হতে চলা এশিয়া কাপে রোহিত শর্মা, বিরাট কোহলিরা যদি অংশগ্রহণ না করেন, তাহলে বাবর আজমরাও ভারতে এসে বিশ্বকাপ খেলবে না। যদিও এদিন পিসিবির নতুন চেয়ারম্যান নাজম শেঠি কোনও সংঘাতের পথে না হেঁটে সাফ জানিয়ে দিলেন, পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারত যাবে কি না, তার সিদ্ধান্ত নেবে দেশের সরকার।

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

 

আরও পড়ুন: পাকিস্তানে সেনা কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৩ জওয়ান

প্রাক্তন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজার ভারতে বিশ্বকাপ বয়কট প্রসঙ্গে নতুন বোর্ড প্রধানকে প্রশ্ন করা হলে নাজম শেঠি বলেন, ‘পাকিস্তান সরকার যদি বলে ভারতে যেও না, আমরা তাহলে যাব না। আমরা একে অপরের বিরুদ্ধে খেলব কিনা, ভারতে যাব কিনা, এটা সরকারের সিদ্ধান্ত। দেশের সরকারেরই ক্ষমতা রয়েছে এ ব্যাপারে শেষ কথা বলার। পিসিবি শুধু মাত্র সরকারের কাছে ব্যাখ্যা জানতে চাইতে পারে।’

 

একই সঙ্গে তিনি আরও বলেন, ‘এখনই এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাই না। আগে দেখি পরিস্থিতি কোনদিকে মোড় নেয়? আগামীদিনে আমরা পরিস্থিতি দেখে এগিয়ে যাব। আমরা আগামীদিনে যে সিদ্ধান্তই নিই না কেন, খেয়াল রাখব যাতে বাকিদের চেয়ে বিচ্ছিন্ন না হয়ে পড়ি।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বকাপে এখনই ভারতকে বয়কটের পথে হাঁটতে রাজি নয় পাকিস্তান

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ  ২০২৩ সালে আইসিসির ৫০ ওভারের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করবে ভারত। যদিও সেই প্রতিযোগিতায় ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে  তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাবর আজমরা কী ভারতে বিশ্বকাপ খেলতে আসবেন? এ নিয়ে উভয় দেশে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

 

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রমিজ রাজা জানিয়েছিলেন, পাকিস্তানে আয়োজিত হতে চলা এশিয়া কাপে রোহিত শর্মা, বিরাট কোহলিরা যদি অংশগ্রহণ না করেন, তাহলে বাবর আজমরাও ভারতে এসে বিশ্বকাপ খেলবে না। যদিও এদিন পিসিবির নতুন চেয়ারম্যান নাজম শেঠি কোনও সংঘাতের পথে না হেঁটে সাফ জানিয়ে দিলেন, পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারত যাবে কি না, তার সিদ্ধান্ত নেবে দেশের সরকার।

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

 

আরও পড়ুন: পাকিস্তানে সেনা কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৩ জওয়ান

প্রাক্তন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজার ভারতে বিশ্বকাপ বয়কট প্রসঙ্গে নতুন বোর্ড প্রধানকে প্রশ্ন করা হলে নাজম শেঠি বলেন, ‘পাকিস্তান সরকার যদি বলে ভারতে যেও না, আমরা তাহলে যাব না। আমরা একে অপরের বিরুদ্ধে খেলব কিনা, ভারতে যাব কিনা, এটা সরকারের সিদ্ধান্ত। দেশের সরকারেরই ক্ষমতা রয়েছে এ ব্যাপারে শেষ কথা বলার। পিসিবি শুধু মাত্র সরকারের কাছে ব্যাখ্যা জানতে চাইতে পারে।’

 

একই সঙ্গে তিনি আরও বলেন, ‘এখনই এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাই না। আগে দেখি পরিস্থিতি কোনদিকে মোড় নেয়? আগামীদিনে আমরা পরিস্থিতি দেখে এগিয়ে যাব। আমরা আগামীদিনে যে সিদ্ধান্তই নিই না কেন, খেয়াল রাখব যাতে বাকিদের চেয়ে বিচ্ছিন্ন না হয়ে পড়ি।’