১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইন্তেকাল করলেন নদিয়ার প্রখ্যাত কবি জয়নাল আবেদিন

পুবের কলম প্রতিবেদক, নদিয়া: বাংলা সাহিত্যকে বিশেষ করে কবিতায় যিনি মুন্সিয়ানার পরিচয় দিয়ে চলেছিলেন তিনি কবি জয়নাল আবেদিন (২১.০৯.১৯৫৯-২৯.১২.২০২২)। বৃহস্পতিবার সকাল  সাড়ে সাতটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন কবি। দীর্ঘ দিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

ইন্তেকাল করলেন নদিয়ার প্রখ্যাত কবি জয়নাল আবেদিন

আরও পড়ুন: ‘আমাকে বাঁচতে দিল না’ সুইসাইড নোট লিখে আত্মঘাতী নদিয়ার বিএলও

 

আরও পড়ুন: বাংলাদেশ থেকে এসেছেন, ২০০২ সালের তালিকায় নাম নেই, SIR আতঙ্কে নদিয়ার তাহেরপুরে মৃত্যু শ্যামলকুমার সাহা

১৯৫৯ সালের ২১ সেপ্টেম্বর নদিয়া জেলার চাপড়া ব্লকের প্রত্যন্তগ্ৰাম বাণিয়াখড়িতে জন্মগ্ৰহণ করেন। পিতা দবির উদ্দিন সেখ মাতা জয়লাপি বিবির জ্যেষ্ঠ সন্তান ছিলেন তিনি। আট বছর বয়স থেকে তাঁর কবিতা লেখায় হাতে খড়ি। প্রায় পাঁচ দশক বাংলা কাব্যজগতে বলিষ্ঠ পদচারণা করেছেন নদিয়া জেলার এই শক্তিশালী কবি।

আরও পড়ুন: কলকাতায় নামল আঁধার, বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি

ইন্তেকাল করলেন নদিয়ার প্রখ্যাত কবি জয়নাল আবেদিন

দেশ,  আনন্দবাজার,  গণশক্তি, আজকাল, পুবেরকলম,  গতি‌ সহ এপার বাংলা ওপার বাংলার অজস্র পত্র-পত্রিকায় লিখেছেন। আনন্দম্, ক্ষত্রিয় সহ অনেক পত্রিকা সম্পাদনা করেছেন তিনি। পায়ের ভেতর পা, মেঘ দিলাম বৃষ্টি নামিয়ে নিয়ো,  ঘরে ও নেই বাইরেও নেই, সাঁঝের অনুস্বর,  অন্তর্গত বাঁশি প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।

২০০০ সালে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত কবিতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন তিনি। ২০০৪ সালে দ্বিজেন্দ্র পুরুস্কার সহ বহু পুরস্কারে ভূষিত হন এই জনপ্রিয় কবি। তাঁর প্রয়াণে নদিয়া জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বধিক পাঠিত

বেলডাঙায় এইচ এম এস পাবলিক স্কুলের শুভ উদ্বোধন, শিক্ষার নতুন দিগন্তের সূচনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইন্তেকাল করলেন নদিয়ার প্রখ্যাত কবি জয়নাল আবেদিন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক, নদিয়া: বাংলা সাহিত্যকে বিশেষ করে কবিতায় যিনি মুন্সিয়ানার পরিচয় দিয়ে চলেছিলেন তিনি কবি জয়নাল আবেদিন (২১.০৯.১৯৫৯-২৯.১২.২০২২)। বৃহস্পতিবার সকাল  সাড়ে সাতটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন কবি। দীর্ঘ দিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

ইন্তেকাল করলেন নদিয়ার প্রখ্যাত কবি জয়নাল আবেদিন

আরও পড়ুন: ‘আমাকে বাঁচতে দিল না’ সুইসাইড নোট লিখে আত্মঘাতী নদিয়ার বিএলও

 

আরও পড়ুন: বাংলাদেশ থেকে এসেছেন, ২০০২ সালের তালিকায় নাম নেই, SIR আতঙ্কে নদিয়ার তাহেরপুরে মৃত্যু শ্যামলকুমার সাহা

১৯৫৯ সালের ২১ সেপ্টেম্বর নদিয়া জেলার চাপড়া ব্লকের প্রত্যন্তগ্ৰাম বাণিয়াখড়িতে জন্মগ্ৰহণ করেন। পিতা দবির উদ্দিন সেখ মাতা জয়লাপি বিবির জ্যেষ্ঠ সন্তান ছিলেন তিনি। আট বছর বয়স থেকে তাঁর কবিতা লেখায় হাতে খড়ি। প্রায় পাঁচ দশক বাংলা কাব্যজগতে বলিষ্ঠ পদচারণা করেছেন নদিয়া জেলার এই শক্তিশালী কবি।

আরও পড়ুন: কলকাতায় নামল আঁধার, বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি

ইন্তেকাল করলেন নদিয়ার প্রখ্যাত কবি জয়নাল আবেদিন

দেশ,  আনন্দবাজার,  গণশক্তি, আজকাল, পুবেরকলম,  গতি‌ সহ এপার বাংলা ওপার বাংলার অজস্র পত্র-পত্রিকায় লিখেছেন। আনন্দম্, ক্ষত্রিয় সহ অনেক পত্রিকা সম্পাদনা করেছেন তিনি। পায়ের ভেতর পা, মেঘ দিলাম বৃষ্টি নামিয়ে নিয়ো,  ঘরে ও নেই বাইরেও নেই, সাঁঝের অনুস্বর,  অন্তর্গত বাঁশি প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।

২০০০ সালে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত কবিতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন তিনি। ২০০৪ সালে দ্বিজেন্দ্র পুরুস্কার সহ বহু পুরস্কারে ভূষিত হন এই জনপ্রিয় কবি। তাঁর প্রয়াণে নদিয়া জেলায় শোকের ছায়া নেমে এসেছে।