০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

Breaking: রাজ্যসভা থেকে পদত্যাগ লুইজিনহো ফালেইরোর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ এপ্রিল ২০২৩, মঙ্গলবার
  • / 21

পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন লুইজিনহো ফালেইরো। জাতীয় দলের তকমা হারানোর পরেই তৃণমূলের সাংসদ পদ থেকে  ইস্তফা লুইজিনহোর।

মেয়াদ শেষ হতে এখনও তিন বছর সাত মাস বাকি ছিল তাঁর। তার আগেই পদত্যাগ করলেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজ্যসভার চেয়ারপার্সন  জগদীপ ধনকর।

আরও পড়ুন: অর্পিতা ঘোষের আসনে রাজ্যসভায় লুইজিনহোকে প্রার্থী করল তৃণমূল

অপর এক সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই দলের কর্মসূচিতে থাকতেন না লুইজিনহো ফালেইরো। তার বিরুদ্ধে দলের ক্ষোভ রয়েছে। তাই তাকে দলের তরফে পদত্যাগ করতে বলা হয়েছে। শূন্যপদে নতুন প্রার্থী আনবে তৃণমূল।

২০২১ -এ তৃণমূলে যোগ দেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাতে জাতীয় পতাকা তুলে দেন। ৪০ বছরেরও বেশি সময় কংগ্রেস দলের হয়ে কাজ করেছেন এই প্রবীণ রাজনীতিবিদ। তার পরে তৃণমূলে যোগদান করেন।

তৃণমূলে যোগ দিয়ে উচ্ছ্বসিত ফালেইরো বলেছিলেন, ৪০ বছর ধরে একটা দল করার পর  ছেড়ে দিদির সঙ্গে রাজনৈতিক কেরিয়ারে নতুন যাত্রা শুরু করার একটাই কারণ। গোয়ার এখন যোগ্য, সুদক্ষ বিকল্প দরকার। গোয়ার অস্তিত্ব, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার লক্ষ্যে আমিই দিদিকে ওখানে আসতে অনুরোধ করেছি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Breaking: রাজ্যসভা থেকে পদত্যাগ লুইজিনহো ফালেইরোর

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন লুইজিনহো ফালেইরো। জাতীয় দলের তকমা হারানোর পরেই তৃণমূলের সাংসদ পদ থেকে  ইস্তফা লুইজিনহোর।

মেয়াদ শেষ হতে এখনও তিন বছর সাত মাস বাকি ছিল তাঁর। তার আগেই পদত্যাগ করলেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজ্যসভার চেয়ারপার্সন  জগদীপ ধনকর।

আরও পড়ুন: অর্পিতা ঘোষের আসনে রাজ্যসভায় লুইজিনহোকে প্রার্থী করল তৃণমূল

অপর এক সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই দলের কর্মসূচিতে থাকতেন না লুইজিনহো ফালেইরো। তার বিরুদ্ধে দলের ক্ষোভ রয়েছে। তাই তাকে দলের তরফে পদত্যাগ করতে বলা হয়েছে। শূন্যপদে নতুন প্রার্থী আনবে তৃণমূল।

২০২১ -এ তৃণমূলে যোগ দেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাতে জাতীয় পতাকা তুলে দেন। ৪০ বছরেরও বেশি সময় কংগ্রেস দলের হয়ে কাজ করেছেন এই প্রবীণ রাজনীতিবিদ। তার পরে তৃণমূলে যোগদান করেন।

তৃণমূলে যোগ দিয়ে উচ্ছ্বসিত ফালেইরো বলেছিলেন, ৪০ বছর ধরে একটা দল করার পর  ছেড়ে দিদির সঙ্গে রাজনৈতিক কেরিয়ারে নতুন যাত্রা শুরু করার একটাই কারণ। গোয়ার এখন যোগ্য, সুদক্ষ বিকল্প দরকার। গোয়ার অস্তিত্ব, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার লক্ষ্যে আমিই দিদিকে ওখানে আসতে অনুরোধ করেছি।