বিকেলেই রাতের আঁধার, কালো মেঘে ঢাকল আকাশ, বজ্রগর্ভ মেঘের সঞ্চার সহ বৃষ্টি কলকাতা সহ জেলাগুলিতে

- আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার
- / 6
পুবের কলম, ওয়েবডেস্ক: সকালের তীব্র তাপপ্রবাহের অস্বস্তি মিটে গেল কয়েকঘণ্টার মধ্যেই। বিকেলের মধ্যেই কালো ঘন মেঘে ভরে গেল আকাশ। সেই সঙ্গে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার সেইসঙ্গে শুরু হয়েছে বৃষ্টি।
আবহাওয়া দফতরের দেওয়া রিপোর্ট অনুযায়ী স্থানীয়ভাবে মেঘ তৈরি হওয়ার কারণে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, আপাতত তাপমাত্রা খুব বাড়ার সম্ভাবনা নেই। আরও স্বস্তির খবর হল, আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। ফলে, তাপমাত্রার হাত থেকে রেহাই পাবে বঙ্গবাসী। বৃষ্টি শুরু হয়েছে নদিয়া, ঝাড়গ্রাম ও উত্তর ২৪ পরগনায়। বৃষ্টির পাশাপাশি বইছে ঝোড়ো হাওয়া। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা এগিয়ে এসেছে তার জেরেই এই বৃষ্টি। বৃহস্পতিবারের পর শুক্রবারও একই চিত্র দেখা যাবে। বৃহস্পতিবার সকালে বোলপুর সহ বীরভূমের একাধিক জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে।