pm modi-xi jinpings bilateral meet: সফল মোদি-জিনপিংয়ের বৈঠক, বিশ্বাস-সম্মানে ‘সম্পর্ক’ দৃঢ় করার বার্তা

- আপডেট : ৩১ অগাস্ট ২০২৫, রবিবার
- / 208
পুবের কলম,ওয়েবডেস্ক: ৭ বছর পর চিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (pm modi-xi jinpings bilateral meet)। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিটের বৈঠকে যোগ দিতেই সেদেশে পা দিয়েছেন মোদি। জানা গেছ, সেখানেই দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক (pm modi-xi jinpings bilateral meet) করলেন প্রধানমন্ত্রী । ৫০ মিনিট ধরে তাঁদের বৈঠক চলে। কথা হয় একাধিক ইস্যুতে। দুই দেশের উন্নতি সাধনে কি কি দরকার সেই নিয়েও আলোচনা হয় এদিন। নির্ধারিত সময়ের কিছুটা আগেই রবিবার এই বৈঠক শুরু হয়।
Sharing my remarks during meeting with President Xi Jinping. https://t.co/pw1OAMBWdc
— Narendra Modi (@narendramodi) August 31, 2025
এদিনের বৈঠক থেকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা শুরু হতে চলেছে বলেও উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘চিন এবং ভারতের বন্ধুত্বে কল্যাণ হবে সমগ্র মানবজাতির। দুই দেশের ২৮০ কোটি মানুষের স্বার্থ জড়িয়ে আছে এই সম্পর্কের সঙ্গে।’ এছাড়া দুই দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাস, ভরসা, সংবেদনশীলতা এবং সম্মানের কথাও উঠে আসে। শি জিনপিং জানান, দুই দেশের বন্ধুত্ব দৃঢ় হওয়া প্রয়োজন।
* চিনের বন্দর শহর তিয়ানজিনে বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)।
*এসসিও-তে চিনের সফল সভাপতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
*মোদি’কে চিন সফরের আমন্ত্রণ জানানো এবং দ্বিপাক্ষিক বৈঠকের জন্যও জিনপিংকে ধন্যবাদ জানান তিনি।
* এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উভয় দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাস, ভরসা, সংবেদনশীলতা এবং সম্মানের কথাও তুলে ধরেন।
* চিন এবং ভারতের বন্ধুত্বে কল্যাণ হবে সমগ্র পৃথিবীর। দুই দেশের ২০৮ কোটি মানুষের স্বার্থ জড়িয়ে আছে এই সম্পর্কের সঙ্গে।