০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য সামন্তক দাস! নিজের বাড়ি থেকে উদ্ধার দেহ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ জুলাই ২০২২, বুধবার
  • / 9

পুবের কলম প্রতিবেদক: বুধবার নিজের বাড়ি থেকে উদ্ধার হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের দেহ! পুলিশ সূত্রের খবর, সহ-উপাচার্য সামন্তক দাসের দেহ তাঁর নিজের বাড়ি থেকেই বুধবার উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে তাঁর দেহ এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ দিন সকালে তাঁর বাড়িতে যখন গাড়ি যায়, ডাকাডাকি শুরু হয়। ডাকাডাকির পরও সাড়া পাওয়া যায়নি বলে জানান স্থানীয়রা।

সামন্তক দাস ছিলেন তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক। সাহিত্যে তাঁর অগাধ জ্ঞান পড়ুয়াদের কাছে রীতিমতো জনপ্রিয় করে তুলেছিল তাঁকে। তুলনামূলক সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বও তিনি সামলেছেন একাধিকবার। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ স্টাডিজ স্কুলের সঙ্গেও যুক্ত ছিলেন সামন্তক। শুধু তুলনামূলক সাহিত্য বিভাগেই নয়, বাংলা বিভাগেও তিনি কখনও কখনও অতিথি হিসাবে পড়িয়েছেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তড়িৎ রায়চৌধুরি বলেন, উনি ভালো মানুষ ছিলেন। মাস চারেক আগে সহ-উপাচার্য প্রদীপ কুমার ঘোষ চলে যাওয়ার পর ওই পদে আসেন সামন্তক দাস। তাঁর এই মৃত্যুতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রয়াত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য সামন্তক দাস! নিজের বাড়ি থেকে উদ্ধার দেহ

আপডেট : ২০ জুলাই ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক: বুধবার নিজের বাড়ি থেকে উদ্ধার হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের দেহ! পুলিশ সূত্রের খবর, সহ-উপাচার্য সামন্তক দাসের দেহ তাঁর নিজের বাড়ি থেকেই বুধবার উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে তাঁর দেহ এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ দিন সকালে তাঁর বাড়িতে যখন গাড়ি যায়, ডাকাডাকি শুরু হয়। ডাকাডাকির পরও সাড়া পাওয়া যায়নি বলে জানান স্থানীয়রা।

সামন্তক দাস ছিলেন তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক। সাহিত্যে তাঁর অগাধ জ্ঞান পড়ুয়াদের কাছে রীতিমতো জনপ্রিয় করে তুলেছিল তাঁকে। তুলনামূলক সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বও তিনি সামলেছেন একাধিকবার। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ স্টাডিজ স্কুলের সঙ্গেও যুক্ত ছিলেন সামন্তক। শুধু তুলনামূলক সাহিত্য বিভাগেই নয়, বাংলা বিভাগেও তিনি কখনও কখনও অতিথি হিসাবে পড়িয়েছেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তড়িৎ রায়চৌধুরি বলেন, উনি ভালো মানুষ ছিলেন। মাস চারেক আগে সহ-উপাচার্য প্রদীপ কুমার ঘোষ চলে যাওয়ার পর ওই পদে আসেন সামন্তক দাস। তাঁর এই মৃত্যুতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।